আজ আপনাদের একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দেব, ওয়েব সাইটের নাম,এটি একটি ট্রাস্টেড এলিট ওয়েব সাইট।
এই সাইটের মাধ্যমেপ্রতিদিন পয়েন্ট আর্ন করে জমানো পয়েন্ট দিয়ে ফ্রি তে নিয়ে নিতে পারেন ১৬ জিবি পেনড্রাইভ সহ আকর্ষনীয় সব ইলেকট্রনিক গেজেট।
আর আমাদের জন্য সবচেয়ে ভালো খবর হচ্ছে এটা ওয়ার্ল্ড এর সব দেশ সাপোর্ট করে এবং শিপিং চার্জ ফ্রি।
এই সাইট এর মাধ্যমে কালেক্ট কৃত পয়েট কে বলা হয় GN। প্রতিদিন লগইন করলে পাবেন 1 GN এবং প্রতিদিন একটি ভোট দেওয়ার মাধ্যমে পাবেন 1 GN। আর এই পয়েন্ট কালেক্ট করার জন্য আপনাকে দিতে হবে সর্বোচ্চ ২ থেকে ৩ মিনিট সময়।
তাহলে শুরু করি,প্রথমে এই লিংকএ –> CLICK HERE
গিয়ে সাইন আপ করুন এরপর ইমেইল ভেরিফিকেশন করুন। সাইন আপ করার সময়
অবশ্যই আসল নাম ঠিকানা ব্যবহার করবেন, কারণ আপনার দেওয়া নাম ও ঠিকানায় আপনার অর্ডার কৃত প্রোড্রক্ট পাঠানো হবে।
১. লগইন করুন এবং Collect daily points এ ক্লিক করুন।
(আপনি ১ পয়েন্ট পাবেন)
২. এরপর Complete The missions এ ক্লিক করুন। (এখানে
একটি ভোট দেওয়ার মাধ্যমে পাবেন আরো ১
পয়েন্ট)
৩. Invite Friends (একজন রেফার করলে পাবেন ১
পয়েন্ট)
30 GN কালেক্ট করতে হলে আপনাকে ১৫ দিন লগইন
করে পয়েন্ট কালেক্ট করতে হবে। এভাবে যখন
আপনার পয়েন্ট 30 GN হবে তখন আপনি Kingston
DataTraveler 100 G3 16GB USB 3.0 অর্ডার করতে
পারবেন। এছাড়া আপনি অন্যান্য Product পয়েন্ট
জমিয়ে কিনে নিতে পারবেন।
কিছু শর্ত ও সতর্ক বার্তা :
১. প্রতিদিন লগইন করুন এবং ২ পয়েন্ট কালেক্ট করুন।
২. লোভে পরে নিজের রেফারেল এ নিজে
নিজে একাউন্ট খুলবেন না। যদি করেন তাহলে
আপনার একাউন্টটি সাসপেন্ড হয়ে যেতেপারে।
make money online

ফ্রিল্যান্সিং করে কাজ করার কথা আমরা অনেকেই শুনেছি কিন্তু সত্যি কথা হচ্ছে নতুন ফ্রিল্যান্সার হলে সফলতা পেতে কিছু সময় লাগে । কারণ, এসবসাইটে একটি কাজের জন্য অনেকেই বিড/আবেদন করেন। বায়ার শুধুমাত্র একজনকে নির্বাচিত করেন। এক্ষেত্রে নুতন ফ্রিল্যান্সারদের কাজ পেতে বেশকিছুদিন অপেক্ষা করতে হয়। অনেকে ধৈর্য হারিয়ে ফ্রিল্যান্সিং ছেরে দেন। (অবশ্য সঠিক গাইডলাইন ও আন্তরিকপ্রচেষ্টা থাকলে এসব সাইটেও সফল হওয়া সম্ভব) অনেকেই আবার মনে মনে ভাবেন ইস্, যদি বিড ছাড়াই কাজ পাওয়া যেত !!! আপনাদের সামনে এমনইএকটি মার্কেটপ্লেস সম্পর্কে বলব, যেখানে কাজ পেতে কোন বিড করতে হয় না।

যে কোন মূহু্র্তে ফ্রি রেজিস্ট্রেশন করে কাজ শুরু করে দিতে পারেন। উপরোন্ত, উক্ত সাইটে সাইন আপ করলেই পাবেন ১ ডলার। সাইটটির নাম microworkers এটি অত্যন্ত নির্ভরযোগ্য একটি সাইট। বাংলাদেশের অনেকেই এ সাইটে সফলতার সাথে কাজ করে হাতে টাকাও পেয়েছে। সাইটের কাজগুলো ছোট ছোট ও খুবই সহজ। ডাটা এন্ট্রি টাইপের কাজ। খুবই অল্প সময়ে আপনি উপার্জন করতে পারেন ভাল পরিমান কিছু অর্থ, যা আপনাকে লক্ষ লক্ষ টাকা এনে দিতে না পারলেও যারা নুতন ফ্রিল্যান্সার, এখনও কম্পিউটারের বিভিন্ন কোর্সে পরিপূর্ণ দক্ষ হতে পারেননি, তারা অনলাইন আয়ের জগতে কিছুটা পদচারণা শুরু করতে পারেন। আর এখানে মোটামুটি পরিশ্রম করলেই আপনার সফলতার সম্ভাবনা .........

নিয়মাবলী :


১. একটি কাজ মাত্র একবার করতে পারবেন, তবে প্রতিদিন পাবেন নতুন নতুন অনেক কাজ।


২. প্রতিটি কাজের সাথে দেয়া থাকবে নির্ধারিত সময়, যে সময়ের মধ্যেই আপনার কাজকে সমাপ্ত করতে হবে।


৩. প্রথমে ৫টি কাজ করে আপনার সফলতা যদি ৭৫% এর নিচে থাকে তবে আপনি ১-৩০ দিনের মধ্যে কাজ করতে পারবেন না।


৪. আয়ের পরিমান ৯ ডলার পূর্ন হলেই চেক, মানিবুকার্স, পেপাল এবং এলার্টপে এর মাধ্যমে টাকা তোলা যায়। এক্ষেত্রে গুগল এ্যাডসেন্সের মত আপনার ঠিকানাকে প্রথমে ভেরিফাই করা হবে একটি পিন নম্বর পাঠানোর এর মাধ্যমে। যা পরবর্তীতে সাইটে জমা দিতে হবে।


৫. টাকা উত্তোলনের সময় চেকের ক্ষেত্রে ৪.৫০ ডলার, পেপালের ক্ষেত্রে ৬%, মানিবুকার্স এবং এলার্টপে পদ্ধতিতে ৬.৫% ফি দিতে হয়।


৬. সাইটে যে কাজ করবে সে Workerএবং যে কাজ দিবে তাকে leader হিসেবে আখ্যায়িত করা হয়।


৭. সাইটে কাজ করতে প্রথমে আপনাকে রেজিষ্ট্রেশন করে করতে হবে। রেজিষ্ট্রেশনের জন্য ক্লিক করুন WWW.microworkers.com ।


কার্যাবলী :


১. লগইন করে সাইটে প্রবেশ করুন।


২. যদি আপনি নতুন ইউজার হন তবে নিউ বাটনে ক্লিক করে নতুনদের জন্য নির্ধারিত কাজগুলো ওপেন করুন।


৩. কাজের বিস্তারিত বর্ননা দেখতে নিচের কাজগুলো থেকে যেকোন একটি কাজে ক্লিক করুন।


৪. এখানে পূর্বে কত জন কাজটি নিয়েছে, কাজটি করতে কত সময় লাগবে, কাজটি সফলভাবে করতে পারলে কত পরিশোধ করা হবে, ইত্যাদি সম্পর্কে শুরুর দিকে বলা হয়েছে।


৫. কিভাবে কাজটি করতে হবে এ সম্পর্কে পুরো ব্যাখ্যা দেয়া হয়েছে “What is anticipated from workers?” অংশে। মূলত এখানে কাজের বিস্তারিত বর্ননা করা হয়েছে, যা ভালভাবে বুঝে কাজটি সমাপ্ত করতে পারব এরকম মনে হলে “I settle for this job ” নিচের অপশনে ক্লিক এর মাধ্যমে কাজটি নেয়া যাবে। “I settle for this job” এখানে ক্লিক করলে একটি ঘর পাওয়া যাবে যেখান কাজের সত্যতার প্রমান সাবমিট করতে হবে। আর এই সত্যতার প্রমানদিতে হবে leader এর ইচ্ছে অনুযায়ী, যেটি সে জানিয়ে দিয়েছে “Required proof that task was finished?” এই অংশে। কাজটি করতে পারব না এমন মনে হলে Not fascinated by this job ক্লিক করে বের হয়ে আসুন।


কাজের ধরন :


১. Signup: এ কাজটি অত্যন্ত সহজ একটি কাজ। এখানে একটি সাইটের ঠিকানা দেয়া থাকবে সেখানে গিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। ব্যাস কাজ শেষ, তবে আমাদের দেশে বেশিরভাগ শেয়ারিং আইপি ব্যবহৃত হয় বলে কাজটি সমাপ্ত করতে সমস্যা হতে পারে। আপনার আইপি দেখে নিন।


২. Twitter: টুইটারে যদি আপনার একটি একাউন্ট থাকে তবে আপনি এক্ষেত্রে কাজ করতে পারবেন। হতে পারে আপনার টুইটার পেজে একটি রিভিউ লিখতে হবে । পাশাপাশি তাদের একটি লিংকও রিভিউ এর মধ্যে দিতে হতে পারে। তবে সবটাই নির্ভর করবে leader এর চাহিদার ওপর।


৩. Blog/Website Owners: আপনার যদি একটি নিজস্ব ওয়েব সাইট থাকে এবং আপনি যদি নির্দিষ্ট বিষয়ের ওপর article লেখার জন্য যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন তবে আপনি এ কাজটি খুব সহজেই করতে পারবেন। আর একটি ৫০ শব্দের আর্টিকেল লিখে পেতে পারেন $0.25 – $0.80 ডলার।


৪. Text-link required: এ কাজটি করতেও বেশিরভাগ ক্ষেত্রে নিজস্ব ওয়েব সাইট দরকার হয়ে থাকে। তবে কাজটি অত্যন্ত সহজ। leader এর চাহিদা অনুযায়ী আপনার সাইটে একটি লিংক ব্যবহার করলেই কাজ শেষ। এক্ষেত্রে বেশিরভাগ leader PR1 কিংবা তার ওপরে অবস্থানকৃত সাইট চায়। দেখে নিন আপনার সাইটের পেজ র‌যাংক ক্লিক করুন।


৫. Yahoo Answers: ইয়াহু এর একটি সাইট হচ্ছে ইয়াহু এ্যান্সার। এখানে বিভিন্ন প্রশ্নের এ্যান্সার করে লেভেলকে বৃদ্ধি করা যায়। সাধারনত leader এ কাজের জন্য লেভেল টু আছে এমন ব্যক্তিদের খোঁজ করে। এখানে প্রশ্নের answer এর মধ্যে leader এর নির্দিষ্ট লিংক দিতে বলা হয়।


৬. Forums: এক্ষেত্রে একটি ফোরাম সাইট খুঁজে বের করতে হবে। তবে সাইটের বিষয়বস্তু অবশ্যই leader বলে দিবে। এই সাইটে রেজিষ্ট্রেশন করে তাদের একটি লিংক Signature হিসেবে ব্যবহারকরতে হবে। পাশাপাশি কিছু কমেন্টও লিখতে হতে পারে।



বামদিকে একটু উপরে দেখুন আপনার ফ্রি পাওয়া $১ দেখাচ্ছে এবং তারনিচে লাল রংয়ে লেখা আছে Address not however submitted এবংকন্টাক্ট ডিটেইলস ঘরে শুধু আপনার নাম এবং দেশের নাম আছে। বাকি তথ্য দেওযার জন্য লাল রংয়ের লেখার পাশে Edit Address লেখা লিংকে ক্লিক করুন। পরের পেজটি এড্ড্রেস এডিট করার পেজ। এখানে আপনার পুরো ঠিকানা দিন যেঠিকানায় আপনি চিঠি গ্রহন করতে পারেন। কারন এখান থেকে আয়ের টাকা প্রথম তোলার সময় তারা আপনার ঠিকানায় পিন নাম্বার সহ একটি চিঠি পাঠাবে।

আপনার একাউন্ট রেডি হয়ে গেছে। এবার কাজের সময়। তাই কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেই-


Available jobs :


আমি আগেই বলেছি সাইটটির আউটলুকিং সাদামাটা। আপনি এর সবকিছু সহজেই বুঝতে পারবেন। অনলাইন আর্নিংয়ে একদম নতুন যারা তারাও এখানে কাজ করতেপারে শুধুমাত্র এর সহজ উপস্থাপনার জন্য। কাজ শুরু করার জন্য accessible jobs মেনুটিতে ক্লিক করুন। এখানে বর্তমানে চলতে থাকা আর আপনার জন্য প্রযোজ্য কাজের একটা লিস্ট আছে।

এই পেজটির প্রথম দিকে বর্তমানে কতটি কাজ আছে তা দেখাচ্ছে। ডান কলামের ছবিটিতে দেখুন ৫৮টি কাজ রানিং আছে বলা আছে। তার নিছে একটা সাবধান বানী আছে যে, আপনি শুধু সেই কাজগুলোই একসেপ্ট করবেন যে কাজ গুলি করা আপনার পক্ষে সম্ভব। এসাইটে আপনার কাজের দুইটি ফলাফল পাওয়া যায়। হয় কাজটিতে আপনি সফল হবেন অথবা আপনার কাজটি ভুল হবে। কাজটি সঠিক ভাবে সম্পন্ন হলে বায়ার আপনাকে সেটিসফাইড মার্ক দিবে আর আপনার একাউন্টে কাজের পারিশ্রমিক যোগ হবে। আপনার কাজটি সঠিক না হলে বায়ার আনসেটিসফাইড মার্ক দিবে। আনসেটিসফাই মার্ক কে আমি বলি লাল কার্ড। আর এরকম তিনটি মার্কপেলে অর্থাৎ তিনটি লাল কার্ড পেলে আপনার একাউন্ট বন্ধ হয়ে যাবে। এবং আপনার উপার্জিত টাকা আর পাবেন না। তাই আপনি বুঝে শুনে কাজ করবেন। শুধু মাত্র যেসকল কাজ আপনি পারবেন সে গুলিইধরবেন। আর এই সাইটথেকে আর্নিয়ের যে ধারনাটি দিলাম তার লক্ষ মাত্রায় পৌঁছার জন্য আপনাকে সব কাজ করার প্রয়োজন হবেনা। আজকে আমার লিস্টে আছে ৫৮টি কাজ। প্রতিদিন গড়ে ৪০ থেকে ৯০+ কাজ থাকে এখানে। কাজের রেট গুলি$০.১০ থেকে শুরু করে $২+ থাকে। আপনি যদি গড়ে দিনে ৩০টা কাজ করেন তাহলে গড়ে সম্ভবত এর রেট পড়বে $০.২৫+ তাহলে আপনি গড়ে দিনে $৭.৫+ করে মাসে $২২৫ ইনকাম করতে পারেন।


অর্থ উত্তোলন :



Microworkers থেকে পেপাল, মানিবুকার্স এবং এলার্টপে পদ্ধতিতে টাকা উত্তোলন করা যায়। অ্যাকাউন্টের ব্যালেন্স ৯ডলারের উপর হলেই টাকা উত্তোলন করা যায়। প্রথম Withdraw করারআবেদনের সময় আপনার বাসার ঠিকানায় চিঠির মাধ্যমে একটি PIN নাম্বার পাঠানো হবে। এই নাম্বারটি পরবর্তীতে সাইটে প্রবেশ করাতে হবে। PIN নাম্বারের চিঠিটি আসতে ২০ থেকে ৪৫ দিন সময় লাগতে পারে।



পরামর্শ :


১. একটি কম্পিউউটার থেকে একটি একাউন্ট করাটাই ভাল।


২. কখনো ৫টি কাজে সফলতার হার ৭৫% এর নিচে নেমে গেলে দু-চার দিন অপেক্ষা করে আবার চেষ্টা করা যেতে পারে।


৩. যে সকল কাজে আইপি এড্রেস দিতেহয় বা এক আইপি থেকে দুবার ব্যবহার করা যাবে না সে সব কাজ না করাই ভাল যেমন: sign up। কারন, আমাদের দেশে টেলিকম এর মাধ্যমে ব্যবহৃত ইন্টারনেট এর আইপি শেয়ারিং করা হয়ে থাকে।



উপরের সকল বিষয়গুলো ভালভাবে বিবেচনা করে যদি কাজ শুরু করেন তবে অবশ্যই একটা ভাল ফলাফল পাবেন।
make money online,earninghelplinebd

আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা সবাই কম বেশি ইন্টারনেট থেকে আয় করি বা করতে চাই কিন্তু সঠিক নিয়ম না জানার কারনে করতে পারি না। অথবা শুরু করার কিছুদিন পরেই আশানুরূপ ফল না পাওয়ায় ধর্য্যহারা হয়ে আবার নতুন কিছু শুরু করি। এভাবে করেই যাচ্ছি কিন্তু কোন ভাবেই সফল হতে পারছি না। আপনি যদি প্রতিষ্ঠিত কোন ফ্রিলান্সার এর কাছে জান তাহলে দেখবেন তিনিও সবকিছু আগে থেকে জেনেই শুরু করেছিলেন এমন নয়। তিনিও আস্তে আস্তে শিখেছেন এবং প্রচণ্ড ইচ্ছাশক্তির কারনেই আজ প্রতিষ্ঠিত হয়েছেন। ফ্রিলান্সিং শুরু করতে হলে আপনার ভিতরে ৩টি জিনিস থাকতে হবে।

প্রচণ্ড ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও রুটিন করে কাজ করা।

এই তিনটি জিনিস যদি আপনার ভিতর থাকে তাহলে আপনার সফলতার গ্যারান্টি আমি দিবো।

আপনি কিভাবে ফ্রিলান্সিং শুরু করবেন?

আমার মতে, প্রথমেই বড় কোন প্ল্যাটফর্ম এ না গিয়ে ছোট কোন প্ল্যাটফর্ম বেছে নিন।

যেমন, আপনি Micro-Job, Mini-Job, PTC ইত্যাদিতে কাজ করুন। প্রতিদিন ১০-৩০ মিনিট নিয়মিত সময় দিন এবং আপনার দৈনন্দিন কাজ চালিয়ে যান। দিন অথবা রাতের নির্দিষ্ট একটি সময় বেছে নিন। যেই সময়টুকু আপনি ফ্রিলান্সিং এর কাজে ব্যয় করবেন। যেই কাজ শুরু করেছেন সেটি ঠিক ভাবে করুন। এক্ষেত্রে আপনাকে একটি সতর্কতা অবলম্বন
করতে হবে সেটি হল। আপনি কাজ করার সময় অনেক সাইট এ লোভনীয় বিজ্ঞাপন দেখবেন যেখানে আপনাকে অনেক ভাল আয়ের কথা বলবে। কিন্তু সাবধান কোন ভাবেই ভুল পথে পা দিবেন না। আপনি যেখানে শুরু করেছেন শুধু মাত্র সেটাতেই কাজ করে যান। আপনি কোন ভাবেই রাতারাতি বড়লোক হয়ে যাবেন না। কিন্তু বড় হওয়ার প্রচণ্ড ইচ্ছাই আপনাকে একদিন বড় করে তুলবে। মনে করুন আপনি একটি PTC সাইট এ কাজ শুরু করলেন। এক্ষেত্রে আপনাকে ভাল একটি PTC সাইট খুজে বের করতে হবে। একটি ভাল PTC সাইট এর সন্ধান দিতে তাহলে আমি বলবো kayads এর কথা কারন আমি প্রথম এই সাইট এই কাজ শুরু করেছিলাম। এবং এখনো করে যাচ্ছি।

kayads কি?

kayads হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এবং সম্ভবত সেরা PTC সাইট. প্রতিদিন হাজার হাজার লোক এখানে Join করছে। আপনি যদি এখনো kayads এ অ্যাকাউন্ট না করে থাকেন। লেখাটি সম্পূর্ণ পরে তারপর

Sign-Up করুন।

কিভাবে আমি kayads থেকে আয় করতে পারি?

২ মাস আগে আমি প্রথম kayads সম্পর্কে জানি, প্রথমে আমিও ভাবতাম শুধুমাত্র ক্লিক করে টাকা আয় করা সম্পূর্ণ অসম্ভব। তখন আমি kayads সম্পর্কে তেমন জ্ঞান বা কিভাবে এর থেকে ভাল আয় করতে হয় এগুল কিছুই জানতাম না। তাই কিছুদিন পরে কাজ করা বন্ধ করে দেই। যাইহোক, কিছুদিন পরে আমি অনলাইন এ একটি লেখা পড়ি “কিভাবে kayads সঠিক ভাবে আয় করা যায়” আপনি গুগল এ সার্চ করলে kayads সম্পর্কে অনেক লেখা পাবেন। অনেক রিভিউ পাবেন। তবে kayads এ কাজ করে টাকা আয় করতে হলে আপনাকে অবশ্যই একটি গাইড লাইন মেনে কাজকরতে হবে। নির্দিষ্ট লক্ষ নিয়ে কাজ করতে হবে।

ধাপ ১:
কিভাবে আপনি kayads থেকে টাকা আয় করবেন?

kayads থেকে আয়ের তিনটি পদ্ধতি আছে:

১. আপনার ব্যক্তিগত কাজ (Viewing Ads, Doing Mini Jobs) থেকে আয়

২. RR(Rented Referrals)থেকে আপনাকে দেওয়া কমিশন– ধাপ 3 এ পরে ব্যাখ্যা করব.

৩. DR(Rented Referrals)থেকে আপনাকে দেওয়া কমিশন ধাপ 3 এ পরে ব্যাখ্যা করব. আপনি কি পরিমান টাকা আয় করতে পারবেন? নিয়ম মেনে কাজ করলে এবং লক্ষ নিয়ে কাজ করলে আপনি প্রতিদিন ৩০ মিনিট করে সময় বায় করে প্রতি মাসে কমপক্ষে ৩০০-৪০০ ডলার আয় করতে পারবেন। অবশ্যই এটি রাতারাতি হবে না। এর জন্য অনেক ধর্য্যের প্রয়োজন।


ধাপ ২:

প্রথম দুই সপ্তাহ (একটি টার্গেট পুরন করতে হবে) আমার মতে, প্রথম দুই সপ্তাহ হল সবথেকে গুরুত্বপূর্ণ সময়। সঠিক নিয়ম জানার অভাবে এইসময়ের মধ্যে অনেকেই কাজ ছেড়ে দিবে। কিন্তু আপনি যদি কাজ চালিয়ে জান তবে আমি আপনাকে ১০০% নিশ্চয়তা দিতে পারি আপনি সফল হবেন-ই।

প্রথম ১৫ দিনে, আপনি RRS কিনতে পারবেন না, তাই আপনার লক্ষ থাকবে প্রতিদিন একই সময় Ads গুলো Click করা। এবং আপনার প্রথম $ 0.60 আয় করা। যাতে আপনি এই টাকা দিয়ে RR কিনতে পারেন। আপনি প্রথম ২ সপ্তাহেই অনেক টাকা আয় করতে পারবেন না। 15 Days * Approx. $0.04 / Day = $0.60 ১ম লক্ষ – $ 0.60 উপার্জন করুন। আপনি Mini Job করে এক বা দুই দিনের মধ্যে ১ম লক্ষে পৌঁছতে পারবেন। কিন্তু RR কিনতে আপনাকে ১৫ দিন অপেক্ষা করতে হবে এবং কমপক্ষে ১০০টি Ads View করতে হবে। আপনি চাইলে অল্প পরিমান ইনভেস্ট করতে পারেন। কিন্তু আপনাকে kayads এর আসল মজা নিতে ১৫ দিন অপেক্ষা করতেই হবে।


ধাপ ৩:

প্রথম RR(Rented Referrals) কেনা (৪টি টার্গেট পুরন করতে হবে)

অভিনন্দন, আপনি এখন কিন্ডারগার্টেন থেকে প্রাথমিক এ উত্তীর্ণ হয়েছেন! হ্যাঁ অবশ্যই এটি বেশ ধর্য্যের ব্যাপার। অনেক মানুষ এই ১৫ দিনের আগেই নিরাশ হয়ে ফিরে যায়। কিন্তু আসল মজা এখন শুরু। চিন্তা করবেন না আপনি খুব ভাল ভাবেই আগাচ্ছেন।

একটু থামুন। শর্তাবলী: “ফ্রী মেম্বার হিসেবে আপনাকে সব থেকে নিচের হলুদ রঙের ৪টি অ্যাড অবশ্যই প্রতিদিন ক্লিক করতে হবে অন্যথায় আপনার RR থেকে কমিশন পাবেন না।”

টার্গেট # ১–0.60$ দিয়ে তিনটি রেফার কিনুন ।

Rent 3 referrals by clicking the “Referrals” button on your account home page.

টার্গেট # ২– Turn on “AutoPay” within the Referrals->Rented menu.

আপনি যদি Autopay চালু রাখেন তাহলে আপনাকে আপনার RR গুলো রিনিউ নিয়ে চিন্তা করতে হবে না। তাছাড়া Autopay চালু রাখল kayads এর নিয়ম অনুযায়ী আপনি RR রিনিউ এর উপর নির্দিষ্ট পরিমান ডিস্কাউন্ট পাবেন। যদি আপনার RR গুলো নিয়মিত কাজ করে তাহলে আপনি পাবেন। 3 RR * 4 RR-Clicks At $0.005 Each = $0.06 / day

আপনার ক্লিক Approx $0.04 / Day

আপনার মোট আয় $0.10 / Day.

আরো এক সপ্তাহের মধ্যে আপনি আরো ৩টি রেফারেল কিনতে পারবেন, এবং তখন আপনার প্রতিদিন আয় দাঁড়াবে $ 0.16 । পরের সপ্তাহে আপনি আরো ৫টি রেফারেল কিনতে পারবেন এবং আয় দাঁড়াবে $ 0.26 প্রতিদিন (এখন আপনার ১১ RRS রয়েছে) এক সপ্তাহ পরে আপনি আরো ১০টি রেফারেল কিনতে পারবেন এবং আয় দাঁড়াবে $ 0.46 প্রতিদিন (এখন আপনার ২১ RRS রয়েছে)

৪র্থ সপ্তাহ শেষে আপনার আরও ১৯ জন RRs কেনার মত Balance আপনার অ্যাকাউন্ট এ থাকবে। এখন আপনার মোট RRs থাকবে ৪০টি এবং প্রতিদিন আয় হবে $ 0.84 এভাবে চলতে থাকবে আপনি প্রতিদিন আপনাকে দেওয়া অ্যাড গুলো ভিউ করেন যাতে পরের দিন আপনি আপনার ক্রয় করা রেফারেল থেকে টাকা আয় করতে পারেন।

টার্গেট # ৩– ৩০০জন RRs না হওয়া পর্যন্ত এভাবে চালিয়ে যান। হ্যাঁ এটা একটু সময় সাপেক্ষ কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি একটি নতুন ব্যবসা শুরু করেছেন তবে শূন্য মূলধন
দিয়ে। আবার আপনি যতো রেফারেল কিনছেন আপনার উপার্জন ততো তারাতারি বাড়ছে। আপনি চাইলেই যেকোনো সময় আপনার টাকা Withdraw করতে পারেন তবে আমার মতে লক্ষ পুরন না হওয়া পর্যন্ত টাকা না উত্তলন করাই ভাল।

লক্ষ করুন, এখন আপনার আয় 300 RR * 4 RR-Clicks At $0.005 Per Click = $6/Day

টার্গেট # ৪– $90 আয় করা। ৩০০টি RR হওয়ার পর আপনি রেফারেল কেনা বন্ধ করুন এবং টাকা জমাতে থাকুন। যখন আপনার ৩০০টি RR রয়েছে তখন আপনার $90 করতে সময়
লাগবে মাত্র ২ সপ্তাহ। এখন আপনি, আপনি এখন রেফারেল ক্রয় বন্ধ করে গোল্ড মেম্বার হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

ধাপ ৪:
গোল্ড মেম্বার হওয়া!

এখন আপনি, আপনি এখন রেফারেল ক্রয় বন্ধ করে গোল্ড মেম্বার হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

ধাপ ৫:
কেন গোল্ড মেম্বার হবেন?

কারন, গোল্ড মেম্বার হলে আপনার সব ধরনের আয় দ্বিগুণ হয়ে যাবে।
লক্ষ করুন Here is your income before Golden– 300 RRs * 4 RR-clicks at $0.005 per click= $6.00 per day (plus DR-clicks and your personal clicks)
Here is your income after you go Golden– 300 RRs * 4 RR-clicks at $0.01 per click = $12.00 per day (plus DR-clicks and your personal clicks)
তো কি ব্যাপার ভাই । আপনার এতো Dhorjo আসে তো । যদি থাকে তাহলে এখানে ক্লিক করে Sign-Up করুন।

আপনারা যারা পার্ট ১ দেখেন নাই তারা এইখান থেকে দেখে নিন।
কিছুই করতে হবেনা আমাদের ১ নাম্বার পোষ্টে যেমন আছে ঠিক সেইম সাইট কিন্তু ইউয়ারেল টা ভিন্ন,
এইখান থেকে জয়েন করে কাজ শুরু করে দিন, আর আগের পোষ্ট থেকে নিয়মটা ফোলো করুন,আগের পোষ্টএ যেই বোট আছে সেটাই কাজ করবে কিন্তু আপনারা যেটা করবেন,
iMacros ওপেন করুন এবং নিচের ছবির মত "rec" এ ক্লিক করুন তারপর "stop" করে দিন।এরপর উপরে দেখবেন current.iim নামে একটা ফাইল তৈরি হয়েছে,এখন current ফাইলটা মাউসের রাইট বাটনে ক্লিক করে এডিট অপশনে যান এবং সব কোড কেটে দিয়ে নিচের কোডটা পেষ্ট করে দিন এবং রান করুন,আর একটা কথা আগের পোষ্ট না দেখলে কিছু বুজবেন না...
অনলাইনে আয়

অনলাইনে আয়-iMacros

URL GOTO=https://hypesplanet.com/fbstdlikes.php
TAG POS=1 TYPE=INPUT:SUBMIT ATTR=VALUE:Like
WAIT SECONDS=1
TAB T=2
FRAME F=0
TAG POS=1 TYPE=A ATTR=TXT:Like
WAIT SECONDS=1
TAB T=2
TAB CLOSE
TAB T=1
WAIT SECONDS=3





আমরা অনেকেই নিজের web/wap সাইট বানাই…এটা করি,সেটা করি।
সময় আর টাকা নষ্ট করি।যারা শত শত ডলার আয় করেন তারা এঈ পোষ্ট থেকে দূরে থাকুন…কেননা এটা দিয়ে শত শত ডলার আয় করা খুবই কষ্টকর তবে দক্ষ হলে অনেক আয় করতে পারবেন।
কিন্তু আপনারা চাইলে সহজেই অনলাইনে মজা করার পাশাপাশি আয়ও করতে পারবেন।
আর সবার আগে বলে নেই,আমি যে পধতিতে আয় করা শেখাব এইটা ১০০% কাজ করে…আর উপায় টা খুবই সহজ আর যেই সাইট থেকে করবেন তা বিশ্বস্ত বাংলাদেশী website(wap4dollar).




তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেই…
যেহেতু সব দায়ভার আমি নিয়েছি,সেহেতু একদম clear করে step by stepদিচ্ছি যাতে কাজ করতে কোন সমস্যা না হয়।
নিয়মাবলিঃ
১.একটা IP থেকে একটাই account খোলা যায়(একাধিক খুললে ব্লক হবেন,ওই ডিভাইস দিয়ে আর আয় করতে পারবন না)
২.আপনার একটা web/wap সাইট থাকতেই হবে।web/wap সাইট এ ভিজিটর যত বেশী হবে আপনার পয়েন্ট তত বারবে।
৩.প্রতিটি web/wap সাইট visitor এর click এ আপনি পাবেন ১ পয়েন্ট ।একজন visitor ২৪ ঘন্টায় ১টাই ক্লিক করতে পারবে।
৪. ১০০০পয়েন্ট = ১ডলার (কিন্তু ৭০টাকা)
৫.আপনি ২০০পয়েন্ট হলেই payout করতে পারবেন।(২০০পয়েন্ট = ০.২ডলার = ১৪টাকা,মানে আপনি ১৪টাকা থেকেই টাকা তুলতে পারবেন)
৬.আপনি আপনার ডলার/টাকা PayPal,Money bookers, Payza , B kash,Mobil Recharge এর মাধ্যমে তুলতে পারবেন ।
৭.কারো Referrral link দিয়ে account খুললেই আপনি পাবেন ২০ পয়েন্ট বোনাস ।
৮.আপনার Referrral এ কেউ account খুললে আপনিও পাবেন ২০পয়েন্ট। যতজন কে Referr করবেন তত ২০ পয়েন্ট পাবেন।
৯.Request Payout করার পর ২৪ ঘন্টার মধ্যে আপনি টাকা/ডলার পেয়ে যাবেন।
১০.আইপি হাইড করে ক্লিক করলে সেই ক্লিক গ্রহনযোগ্য হবেনা।

কাজের ধাপঃ

১. প্রথমে এখান থেকে সাইন আপ করুন। আমি আমার Referral link দিয়ে দিলাম।যাতে আপনি সাইন আপ করলে ২০ পয়েন্ট পান আর আমিও ২০ পয়েন্ট পাই।
ছবির মত পেজ আসবে সাইন আপ এর কাজ একধম ইজি...
ব্লগার থেকে আয়ের উপায়
এবার আপনি যদি ব্লগারে ব্লগ করে থাকে তাহলে 'get javascript code" থেকে কোডটি নিয়ে আপনার ব্লগারের লে-আউটের বিভিন্ন প্লেসে বসিয়ে দিন,আর 'direct ad link" থেকে HTML কোড নিয়ে ব্লগে পোষ্টের ভেতর যেখানে মন চায় বসিয়ে দিন,ভিজিটর এড এ ক্লিক করলেই টাকা,আর ওরা এডাল্ট এড কোড দিয়ে থাকে তার জন্য আপনি যদি এডাল্ট কন্টেন্ট নিয়ে ব্লগ করেন তাহলে ভাল আউটপুট পাবেন।

আপনি কাউকে রেফার করেতে চাইলে এই লিঙ্ক দিয়ে বা web/wap সাইটে  html কোড দিতে পারেন…আপনার Referral এ কেউ account খুললে আপনিও পাবেন ২০পয়েন্ট। যতজন কে Referr করবেন তত ২০ পয়েন্ট পাবেন।যেমন আপনি আমার Referr এ হলে আমি ২০পয়েন্ট পাবো।

এদের পে-আউট সুবিধা সবচেয়ে ভাল।Request Payout করার পর ২৪ ঘন্টার মধ্যে আপনি টাকা/ডলার পেয়ে যাবেন।আপনার পয়েন্ট ২০০ হলেই Request Payout দিতে পারবেন।।(২০০পয়েন্ট=০.২ডলার=১৪টাকা) মানে আপনি ১৪টাকা থেকেই টাকা তুলতে পারবেন ।

Blogger এ ব্লগিং করা নিয়ে হেল্প লাগলে আমাদের হোম পেজে উপরে Contact থেকে আমার সাথে যোগাযোগ করুন।

পেওনার মাস্টার ডেবিড কার্ড কি?
পেওনার হচ্ছে ইন্টারনেট বেস্ড ফাইনানসিয়াল সার্ভিস যা যুক্তরাষ্ট্রে অবস্থিত। পেওনার বিনামূল্যে ভার্চুয়াল প্রিপেইড মাস্টার কার্ড দিয়ে থাকে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে অর্থ উত্তলন এবং লেনদেনের জন্য। বাংলাদেশ সহ বিশ্বের ২১০টিও বেশী দেশে এই ভার্চুয়াল মাস্টার কার্ডটি ব্যবহৃত হচ্ছে। বর্তমানে একটি অফারের আওতায় রেফারেলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলের উভয়কে ২৫ ডলার করে দিয়ে থাকে পেওনার।
পেওনার,payoneer free master card

২৫ ডলার পাবার শর্ত:
ফ্রিতে ২৫ ডলার পেতে হলে অবশ্যয় যেকোন রেফারেল থেকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং কার্ডে নূন্যতম ১০০ ডলার লোড করতে হবে। ১০০ ডলার লোড করার পরে উভয়ই ২৫ ডলার করে পাবে।
যা যা লাগবে:
১৮ বছর বা তার বেশী বয়সী যেকোন নাগরিক এই কার্ডটির জন্য আবেদন করতে পারেন। এজন্য লাগবে জাতীয় পরিচয় পত্র বা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট।
কার্ডটি যেসব কাজে ব্যবহার করতে পারবেন:
যেহেতু এটি মাস্টার কার্ড সেহেতু যেকোন মাস্টার কার্ডের লগো সম্বলিত এটিএম বুথ থেকে টাকা উত্তলন করতে পারবেন, পিওএস এ পেমেন্ট করতে পারবেন এবং অনলাইনে শপিং/পেমেন্ট করতে পারবেন।
যেভাবে টাকা লোড করতে পারবেন:
পেওনার মাস্টার কার্ড দ্বারা ওডেক্স, ইল্যান্স সহ বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট থেকে টাকা লোড করতে পারবেন। এছাড়াও অনান্য মাস্টার কার্ড থেকে পেওনার মাস্টার কার্ডে লোড করতে পারবেন।
কার্ডের খরচ:
প্রতিমাসে কার্ডের রক্ষাণাবেক্ষণ খরচ ৩ ডলার। কিন্তু মাসে ২ এর অধিক বার লোড করলে খরচ ১ ডলার। তবে কার্ডে ৩ ডলারের কম থাকলে ততটুকই উক্ত মাসের রক্ষাণাবেক্ষণ খরচ হিসাবে কাটবে।
এটিএম থেকে টাকা উত্তলন করলে প্রতি উত্তলন প্রতি ২.১৫ ডলার চার্জ হবে।
এটিএম থেকে টাকা উত্তলন ব্যার্থ হলে .৯০ ডলার চার্জ হবে।
এটিএম থেকে অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করলে .৯০ ডলার চার্জ হবে।
নতুন কার্ড বা কার্ড পরিবর্তন এর খরচ ১২.৯৫ ডলার।
তবে অফলাইন (পিওএস) বা অনলাইনে কেনাকাটার জন্য কোন চার্জ নাই।
আর একটা জিনিস কার্ড হাতে পাবার পর আপনাকে কোন টাকা দিতে হবেনা শুধু আপনি যখন টাকা আদান প্রদান করবেন তখন ই ওরা ওদের চার্জ কেটে নিবে।
যেভাবে আবেদন করবেন:
কার্ডটি পাওয়ার তিনটি ধাপ রয়েছে। প্রথম রেজিষ্টেশন দ্বিতীয়ত ঠিকানা নিশ্চিত করন এবং তৃতীয়ত কার্ড গ্রহন।
ধাপ ১:
আবেদন করার জন্য এই লিংককে গিয়ে সাইনআপ বাটনের ক্লিক করুন।
এবার Order your Payoneer Prepaid MasterCard® Card এ স্টার্ট হেয়ার এবং স্টেপ-২ ও স্টেপ-৩ এর তথ্যগুলো যথাযথ প্রদান করে নিচের চেকবক্স গুলোতে টিক মার্ক দিয়ে Finish বাটনে ক্লিক করুন।
ধাপ ২:
এর পরে আপনার মেইলে একটি মেইল আসবে তাতে আপনার পরিচয় পত্র আপলোড করার লিংক দেওয়া থাকবে। উক্ত Upload link এ ক্লিক করে আপনার পরিচয় পত্র আপলোড করতে হবে।
ধাপ ৩:
রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হবার পরে ১-৫ দিনের মধ্যে মেইলের মাধ্যমে জানিয়ে দিবে আপনার আবেদন গ্রহন করা হয়েছে কি না। যদি গ্রহন করা হয় তবে ২৫ দিনের মধ্যে আপনার প্রদত্ত ঠিকানায় কার্ড পাঠিয়ে দিবে।
কার্ড সক্রিয় করা:
কার্ডটি হাতে পেলে পেওনার অ্যাকাউন্ট লগইন করে Click here to active your card লিংকে ক্লিক করে আপনার কার্ড নম্বরদিয়ে আপনার পছন্দ মত চার সংখ্যার পিন নম্বর দিন এবার Active বাটনে ক্লিক করলেই হবে। আপনার মেইলে একটি নিশ্চিতকরণ মেইল আসবে।
আপনি আপনার কার্ডের ব্যালেন্ট, লেনদেন পেওনার অ্যাকাউন্ট লগইন করে দেখতে পারবেন।


এই প্রথম কোন সোশাইল মিডিয়া সাইট তাদের আয়ের ৯০% ভাগ তাদের ইউজার কে দিচ্ছে।আপনি ঠিক ভাবে কাজ করলে এইখান থেকে মাসে ভাল একটা প্রোফিট পাবেন আশা করি।




TSU  কি?

সু তার ব্যবহারকারীদের সঙ্গে রাজস্বের 90% পর্যন্ত শেয়ার করে একটি মুক্ত সামাজিক নেটওয়ার্ক এবং পেমেন্ট প্ল্যাটফর্ম. Facebook ‪ ‎Twitter এর সাথে পাল্লা দেয়ার জন্য এরা দারুন একটা মার্কেটিং পলিসি এপ্লাই করেছে।Tsu তাদের প্রফিটের ৯০% ইউজারদের সাথে শেয়ার করবে। আপনার প্রতিদিনের স্ট্যাটাস থেকেই আপনি আয় করতে পারবেন।

আপনি কিভাবে TSU- তে যোগদান করবেন:

নতুন সদস্য শুধুমাত্র ব্যবহারকারী আমন্ত্রণ দ্বারা সু-তে যোগ দিতে পারেন (সদস্য shortcodes এর মাধ্যমে.)এখানে একাউন্ট করতে হলে আপনাকে অবশ্যই কারো রেফারেলে অথবা কারো ইনভাইটেশন এর মাধমে জয়েন করতে হবে!!
Your Joining Link:HERE

TSU কিভাবে ভিন্ন?

১।মালিকানাঃ আমরা (সু) প্রকৃত মালিকানায় বিশ্বাসী। ব্যাংক Account এর মত প্রত্যেক user তার নিজস্ব account এর মালিক থাকে।

২।প্রবেশাধিকারঃ আমর (সু) সামাজিক রাজস্ব সকলের সাথে share করি। যে কোন ধরনের Content, size of network or level of influence এর জন্য নিরাপত্তা নিশ্চিত করি।

৩। ক্ষমতা দেয়াঃ আমাদের (সু) আদর্শ বিশ্বব্যাপী এক নতুন ডিজাইন ব্যাবহারকারীর জন্য। ব্যাবহারকারীর জন্য এই প্রথম যেখানে post,like,content, comments, ইত্যাদি মাধ্যমে অর্থ উপার্জন করা যায়।

এছাড়া TSU-তে account করার পর facebook,twitter এর সাথে connect করে নিলে, আপনি TSU –তে পোস্ট দিলে সাথে সাথে facebook এবং twitter ও পোস্ট হয়ে যায়। একের ভিতর তিন।

কিভাবে পোস্ট দিবেন?

Facebook এর মতোই ।তবে এখানে Create menu-তে Click করে, add picture থেকে আপনার ছবি যুক্ত করবেন। পোস্ট বাঁটনের পাশে facebook,twitter এর icon এ click করে active করলে facebook এবং twitter এ পোস্ট হয়ে যাবে।নিচের ছবিটি লক্ষ করেনmake money from tsu

TSU এর ফিচারঃ

১। এখানে ৭ দিনে সর্বচ্চো ৫০ টি ফ্রেন্ড রিকুয়েস্ট পেনডিং রাখতে পারবেন পারবেন।

২। মোট ১০০০ জন কে ফলো করতে পারবেন।

৩। ২৪ ঘণ্টায় ৩৬ টি পোস্ট করতে পারবেন।

৪। ৩৬ পোস্টের মধ্যে ৮ টি শেয়ার করতে পারবেন(২৪ ঘণ্টায়)।

৫। মোট ৫০০০ ফ্রেন্ড করতে পারবেন।

৬। Unlimited Follower করতে পারবেন।

সু-তে কিভাবে আয়(ডলার) বাড়াবেন।

১। রেফারেল লিংক দিয়ে অন্য বন্ধুকে TSU তে জয়েন করাবেন!।

(উদাঃ https://www.tsu.co/JEET892 )।

২।২০০০+ বন্ধু বানানোর চেষ্টা করবেন।

৩। Follower বাড়াবে।

৪। প্রতিদিন ১০-৩৬ পোস্ট দিন।

৫। আপনার বন্ধুদের পোসটে লাইক, কমেট, শেয়ার দিন (৭ টি রোজ )।

৬। যাদের বেশি বন্ধু আছে আর আয় বেশি তাদের request দিন। কারন তাদের ৫০% আয় আপনি পাবেন।



কিভাবে সু –তে জয়েন(child)করাবেনঃ

১। প্রোফাইল নামে ->Settings -> invitations -> share link copy করবেন। এটা short code বলে।করাবেন!।(উদাঃ
https://www.tsu.co/JEET892)।

২। এবার এই short code আপনার বন্ধুদের কাছে পাঠান।

কিভাবে facebook,twitter এর সাথে TSU Connect করবেন?

১। প্রোফাইল নামে-Settings- Social Account এ Click করেন।

২।Facebook and Twitter এর সাথে Connect করে নিন।
আপনি যদি আপনার একটিভিটি ঠিক ভাবে কন্টিনিউ করেন তাহলে মাসে ১০ডলারের ও বেশি আয় করতে পারেন এখান থেকে।
আজ এ পর্যন্তই । সবাই কে ধ্যনবাদ।
এলার্টপে (AlertPay)/(payza) অনলাইনে টাকা পাঠানো এবং রিসিভ করার নিরাপদ মাধ্যম। এলার্টপে এখন নাম পরিবর্তন করে পেইজা (Payza) রেখেছে।
প্রথমে এখান থেকে ফ্রী Sign Up করুন
এখানে ৩ ধরনের একাউন্ট করার সুবিধা আছে আপনি Parsonal Pro সিলেক্ট করুন। আপনার প্রশ্ন হতে পারে আপনি কোন ধরনের account করবেন ? আপনি personal pro account টি করলে ভাল হবে ।
এখন আপানকে আপনার পারসোনল তথ্য দিতে হবে ।যেমন আপনার নাম, আপনি কী করেণ, কোথায় থাকেন,
দেশ ইত্যাদি । সঠিক ভাবে পূরণ করুন কারন এটি আপনার জন্য একটি গুরুত্বর্পূন Bank account.
এখন next এ কিল্ক করুন..


আশা করি আপনি আপনার সব সঠিক ইনফরমেসন দিয়ে ফ্রমটি ফিলাপ করেছেন।এখন আপনার E-mail এ একটি কনফাম মেইল চলে এসেছে । মেইল টি তে কিল্ক করলে আপনার একাউন্ডটি রেডে হয়ে গেছে ।এবার এটি কনফ্রাম করুন।
পরের ধাপে আপনাকে ভেরিফিকেশান করতে হবে,ভেরিফাই অপশনে গিয়ে আপনার আইডি কার্ড আর বেঙ্ক কপির স্কেন কপি আপলোড করুন,আশা করি কাজ শেষ,আজ আর লিখলাম না টাকা তুলার বেপারে কিছু জানার থাকলে ফেসবুকে আমি